মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা ছাত্রদল।
শাজাহানপুর উপজেলা ছাত্রদলের নব-নির্বাচিত সভাপতি আব্দুল্লাহ্ ছোটনের সভাপতিত্বে গত ২৬ অক্টোবর মঙ্গলবার বাদ আসর চোপীনগর হাফেজীয়া মাদরাসায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল বিশেষ অতিথি -হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান নিলু,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি এনামুল হক শাহিন,আবু শাহিন সানি,যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, বিএনপি নেতা বাদশা।শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইবনে সাউদ, মাঝিড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান রিপন,গোহাইল ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান, খরনা ইউনিয়নের আহবায়ক জিহাদ হোসেন,মাদলা ইউনিয়নের সদস্য সচিব মুনজিল আলম শিপন, আড়িয়া ইউনিয়নের সদস্য সচিব শামীম উদ্দিন, খোট্টাপাড়ার সদস্য সচিব শাহিন আলম,ছাত্রদল নেতা বাবুল, জাহিদ হাসান সাগর,আরাফাত প্রধান,বায়েজিদ হোসেন, মাহিবুল ইসলাম, সোহেল রানা সহ নেতৃত্ববৃন্দ।উক্ত দোয়া মাহফিলে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া পরিচালনা করেন উক্ত মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদুর রহমান।