মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা এলাকায় দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।গত ০৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে ঐতিহ্যবাহী নৌকা বাইচকে কেন্দ্র করে বাঙ্গালী নদীর শাখা খাউড়াদহ খালের দু’ধারে শাজাহানপুর উপজেলাসহ আশপাশের উপজেলার অর্ধলক্ষাধিক নৌকাবাইচ প্রেমী মানুষের মিলন মেলায় পরিনত হয়।
উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে ইউনিয়নের জালশুকা খাউড়াদহ খালে এই নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
সকাল থেকে দিনব্যাপী চলে এই প্রতিযোগীতা।
প্রতিযোগিতায় অংশগ্রহন করে উপজেলাসহ পার্শ্ববর্তি গাবতলী, ধুনট ও শেরপুর উপজেলার মোট ১৬টি বাইচ নৌকা।
খেলায় খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকার বাইচ নৌকা দশের দোয়া চ্যাম্পিয়ন ও গাবতলী উপজেলার বাইচ নৌকা একতা রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
উৎসবমূখর এই প্রতিযোগীতা শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দশের দোয়া নৌকা বাইচ দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু।
খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টার, খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজীউল হক গাজী,সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুদু,উপজেলা তাঁতী লীগের সভাপতি ফেরদৌস,উপজেলা যুবলীগের সদস্য শাহাদত হোসেন,মাদলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিনুল ইসলাম সোহাগ, যুবলীগের শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মোমিনুল হক মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।