মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরে গাছ থেকে পড়ে গিয়ে আব্দুল মান্নান কালা (৫৬) নামে এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের মন্ডলপাড়া এলাকার মৃত্যু হামেদ আলী মন্ডলের ছেলে। সে পেশায় একজন কাঠ ব্যাবসায়ী।
আহত কাঠ ব্যাবসায়ী আব্দুল মান্নান কালার নাতি মোঃ জিহাদ হাসান (২০) জানান, প্রতিদিনের মতো তার নানা গাছ কাটতে গত ০৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের চাঁদবাড়িয়া গ্ৰামে জনৈক এক ব্যক্তির কিছু গাছ কিনে নেওয়া ছিল সেখানে গাছ কাটার জন্য যায় ,গাছ কাটার জন্য এক পর্যায়ে গাছের আগায় উঠে যায় এবং পা ফসকে নিচে পড়ে যায়।
আমরুল ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের স্হানীয় মহিলা ইউপি সদস্য মোছাঃ নিলুফা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে।