মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরে ধানের তুষ বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে শাহাদত হোসেন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে ৷
স্থানীয়দের সহযোগিতায় শাজাহানপুর থানা পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্য , ফাঁয়ার সার্ভিসের সদস্যরা এসে ঘটনাস্থল থেকে চাপা পড়া মৃত দেহটি উদ্ধার করে ৷
গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টা ১০ মিনিটের দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ডে এ দূর্ঘটনাটি ঘটে ৷
মৃত শাহাদত হোসেন ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শেরপুর থেকে
(বগুড়া-ড-১১-০৪৬৩) নাম্বারে ট্রাকটি তুষ বোঝাই করে বগুড়ার দিকে যাচ্ছিল ৷ অতিরিক্ত মাল বোঝাই করার কারনে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার নামক স্থানে এসে তুষ বোঝাই ট্রাকটি উল্টে স্ট্যান্ডে থেমে থাকা যাত্রীবাহি সিএনজি চাপা পড়ে চুমড়ে মুচড়ে যায় ৷ তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ৷ কিন্তু ঐ ট্রাকে থাকা শাহাদত হোসেন নামের শ্রমিক নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ৷ তাৎক্ষনিক উদ্বারের চেষ্টা করে স্থানীয়রা ৷ পুলিশ ও ফাঁয়ার সার্ভিস টিমকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে মৃত দেহটি উদ্ধার করে ৷
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে ৷