শাজাহানপুর (বগুড়া) থেকে সংবাদদাতা :
বগুড়া শাজাহানপুর বিএনপিতে একের পর এক চমক দেখা দিচ্ছে। দীর্ঘ বিরতির পর গত রবিবার গোহাইল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান কে সভাপতি মাসুদুর রহমান মিঠু কে সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুনকে সাংগঠনিক সম্পাদক এবং আরিফুর রহমান আরিফ কে যুগ্ম- সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।
তার পরেরদিনই আজ সোমবার উপজেলা বিএনপির আহবায়ক ও যুগ্ম-আহবায়ক স্বাক্ষরিত এক চিঠিতে খরনা ইউনিয়ন বিএনপির নয়া কমিটি ঘোষণা দেয়া হয়।
কমিটিতে সাবেক আহবায়ক হাফিজার কাজলকে সভাপতি, সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল হাই সিদ্দিকী কে সাধারণ সম্পাদক ও হয়রত আলীকে সাংগঠনিক সম্পাদক হিসাবে চিঠিতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল হাকিম ও যুগ্ম-আহবায়ক বজলুর রহমান
নিলু।
নয়া ইউনিয়ন কমিটি ঘোষণার পর পরই নেতা কর্মীদের মাঝে ছড়িয়ে পড়েছে উপছে পড়া আনন্দ। নতুন নেতাদের প্রতি শুভেচ্ছা জানাতে কার্পণ্য করছেনা তৃনমূল নেতা কর্মীরা।
তৃনমূল নেতাকর্মীরা জানান, অনেক চড়াই উতরাই পেরিয়ে নতুন নেতৃত্ব পেয়ে তারা খুশি। আগামীতে লড়াই সংগ্রামের রাজনীতিতে তারা একাত্ব থাকার অঙ্গীকারও ব্যাক্ত করেছেন।
নতুন কমিটিতে জায়গা পাওয়া নেতারা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক পৌরমেয়র রেজাউল করিম বাদশা, যুগ্ম-আহবায়ক এড, সাইফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল সদস্য মোরশেদ মিল্টন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, যুগ্ম-আহবায়ক ডা.বজলুর রহমান নিলু সদস্য আলী হায়দার তোতা, এনামুল হক শাহীন ও আবু সাহীন সানি সহ সকল ডেলিগেটদেরপ্রতি।