মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী টিউবওয়েল প্রতীকে বিজয়ী নবনির্বাচিত মেম্বার নজরুল ইসলাম নয়ন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার শুভাকাঙ্খীরা । গত ২৮ নভেম্বর রবিবার রাত ৮:০০ ঘটিকায় মেম্বারের বাড়ির সামনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এ সময় নাসিম,শাওন, হাসান,বাপ্পি, বিপ্লব, সোহেল, মমিন, বেল্লাল, রেজা, শাহীন, পলাশ,মিন হামিদ, মানিক, ফেরদৌস,বাবু, নাজমুল , স্বাধীন, এনামুল, মানিক,রুহুল আমিন, মেহেদী, মশিউর , আসিফ সরকার, সজিব, সোহেল, রানা সরকার, মোকছেদ,জিলহক,ফরিদ, খোকন,রাজ্জাকআলী সহ গ্রামবাসী অনেকেই উপস্থিত ছিলেন।