মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান ও ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আজাহার আলী রাজা ও ১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা নবনির্বাচিত মেম্বার পিয়ারা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডেমাজানী ব্যবসায়ী বণিক সমিতির সদস্যরা। গত ৩০নভেম্বর মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় সমিতির কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মাহতাব উদ্দিন সন্টু,মাহমুদা আক্তার পারুল,আ:কুদ্দুস ,আলহাজ্ব হাফিজার রহমান মাস্টার,আবদুর রশিদ, রাজিবুল,এমাদুর রহমান, সেলিম রেজা, শ্রী সুজন,শ্রী দিপক সাহা, শ্রী দুলাল সাহা,শ্রী উজ্জ্বল, শ্রী গোপাল, শ্রী মানিক, আব্দুল মান্নান, সুমন,জাহিদুর রহমান, মইনুল ইসলাম, আশরাফ আলী সহ সমিতির অনেক সদস্য উপস্থিত ছিলেন।