মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী । গত ১৩ অক্টোবর বুধবার সন্ধ্যায় উপজেলার আমরুল ইউনিয়নের প্রানকেন্দ্র ডেমাজানীতে পুজা মন্ডপ পরিদর্শন এবং আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি । অনুষ্ঠানে সন্মানিত অতিথির আসন অলংকৃত করেন পুলিশ সুপারের পত্নী পুলিশ হেড কোয়ার্টাস এর এআইজি সুনন্দা রায় । অধ্যাপক(অব:) অরুণ কুমার সরকারের সভাপতিত্বে এবং শাজাহানপুর থানার নারী ,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেক্সের দায়িত্বরত কর্মকর্তা এসআই জেবুননেছার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতির সুবাতাস বইছে। এটি অব্যাহত রাখতে সমাজের শুভবুদ্ধিসম্পন্ন মানুষদেরকে সজাগ থাকতে হবে । বর্তমান সময়ে দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল শ্রেনীর লোকদের কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হয়। কিন্তু এমন এক সময় আসবে যখন উৎসবকে নির্বিঘ্ন করতে পুলিশ লাগবেনা। সম্প্রীতির বন্ধনেই সকল উৎসব পালিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, মতবিনিময় সভায় অংশ নেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লাহ আল মামুন, ইন্সপেক্টর ( তদন্ত) নান্নু খাঁন, আমরুল ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বরত বিট অফিসার শাজাহানপুর থানার উপ- পুলিশ পরিদর্শক এস আই শামীম হাসান ,জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মনজুরুল আলম মোহনের পত্নী কোহিনুর মোহন, আমরুল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ,পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপু কুমার সরকার তাপস, কোষাধ্যক্ষ মানিক চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমল কুমার সাহা, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু সহ স্থানীয় গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।