মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম জুয়েল জায়দারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা যুবলীগের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারী সোমবার বাদ আসর উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, যুবলীগ নেতা আরিফ আজাদ পলাশ, ইমাম হোসেন, বাকি বিল্লাহ্, রুবেল মন্ডল, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, আওয়ামীলীগ নেতা মুকুল, মনির, যুবলীগ নেতা শহিদুল, শাহাদত, আপেল, সাজু, সাইদুল, শফিকুল, আরিফ, আসাদুল, বকুল, মাসুদ, ছাত্রলীগ নেতা সেলিম, রাহান প্রমুখ।