মিজানুর রহমান মিলন :
“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মার্চ বৃহস্পতিবার বিকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার
আমরুল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ইউনিয়ন পরিষদের হলরুমে
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানাউল হক, সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল হক মুক্তা, সহ সভাপতি নিত্যনন্দ দাস, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, কোষাধ্যক্ষ সেলিম রেজা, সহ যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রনি, ওয়ার্ড সভাপতি মশিউর রহমান রাজু, ওবাইদুর রহমান, আরঙ্গজেব পিটু, নাজমুল হক, আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক রঞ্জু, মেহেদুল ইসলাম সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।