শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিজয় বাংলা শান্তি সংঘের বর্ষপূর্তি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ এপ্রিল শনিবার দাড়িগাছা সোহাগীপাড়া সংগঠনের সদস্যদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইব্রাহিম হোসেন,বিএনপি নেতা শহিদুল ইসলাম,সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা,সাংগাঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি,সদস্য মোফাজ্জল হোসেন, রাকিবুল ইসলাম,রাব্বি হাসান সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।