মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরে বিল্ডিং বাড়ীতে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক
তারে জড়িয়ে সেলিম মাহমুদ (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় জামাল উদ্দিন নামে অপর এক মিস্ত্রি গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
নিহত আপেল মাহমুদ উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের আব্দুর রাজ্জাকে ছেলে।
গত ১২ সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের
রহিমাবাদ বি-ব্লক গ্রামে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রহিমাবাদ বি-ব্লক গ্রামে জনৈক আবুল কালাম আজাদ নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ১১ হাজার
ভোল্টের তিনটি তারের পাশ ঘেষে ৫তলা ভবন নির্মাণ করেন। বর্তমানে ওই
ভবনের ৩য় তলায় বাহির পাশে দেয়াল প্লাস্টার করছিলেন রাজমিস্ত্রীরা। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে অসতর্ক অবস্থায় কাজ করার সময় ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান রাজমিস্ত্রি সেলিম মাহমুদ।
এসময় জনৈক জামাল উদ্দিন নামে অপর এক মিস্ত্রি গুরুতর আহত হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে বিল্ডিংয়ের মালিক আবুল কালাম আজাদের সাথে যোগাযোগের চেস্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে
প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা
হয়েছে।