মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরে জাতির সূর্য সন্তান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাস্টার, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গৌর পোপাল গোস্বামী, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন, সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, আবুল কালাম আজাদ প্রমুখ।