মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামে আব্দুল জলিল মন্ডল নামে এক কৃষকের খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে নয়টি প্রাণ।গত ১৮ জানুয়ারী মঙ্গলবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। আব্দুল জলিল মন্ডল কুন্দইশ গ্রামের পশ্চিম পাড়ার মৃত্যু মোবারক আলীর ছেলে। আব্দুল জলিল মণ্ডলের স্ত্রী রেহেনা বেগম জানান, রাতে খাবার খেয়ে তিনি তার ১০ বছর বয়সি শিশু কন্যাকে নিয়ে শুয়ে পড়েন।স্বামী আব্দুল জলিল স্থানীয় বাজার থেকে তখনো বাড়ি ফিরেন নি। এমন সময় প্রতিবেশীর দেয়া খবর পেয়ে ঘর থেকে বাহির হয়ে দেখেন তাদের খড়ের পালা দাউদাউ করে জ্বলছে। চিৎকার দিলে প্রতিবেশীরা এসে আগুন নিভাতে চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। তিনি আরো জানান, খড়ের পালার পাশে গোয়াল ঘরে তাদের সাতটি গরু ছিল। পাশেই তাদের শয়ন ঘর।প্রতিবেশীরা দ্রুত আগুন নিভাতে সহযোগিতা না করলে বাড়ি ঘর সহ ৭ টি গরু ও মা মেয়ে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যেতেন।আব্দুল জলিল আরো জানান, সারাবছর গরুর খাবারের জন্য ৮ বিঘা জমির খড় পালা দিয়ে রাখা হয়েছিল।এর মধ্যে ৪ বিঘা জমির খড় কেনা ছিল। আগুনে তাঁর অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কারো সাথে তার কোনো দ্বন্দ্ব নেই। কে বা কারা কেন তার খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েছে তা তিনি জানেন না। শেরপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নাদের হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।