মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরে
দেশব্যাপী চলমান পরিস্থিতি নিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের একান্ত প্রচেষ্টায় সকল শ্রেনী পেশার মানুষের সাথে এক বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাদলা,আশেকপুর,গন্ডগ্ৰাম ,খাদাস, গোহাইল এলাকার বিভিন্ন স্থানে এই আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লাহ আল মামুন আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। সভায় ওসি আব্দুল্লাহ আল মামুন শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকল ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি সঠিক ভাবে ধর্মীয় গ্ৰন্হের আলোকে বয়ান করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান, এবং অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ হবার আহ্বান জানান । তিনি বলেন, কোন ধর্মেই খারাপ সমর্থন করে না,যার যে ধর্ম তাই যদি সেই ধর্মের ধর্মীয় বিধি নিষেধ মেনে চলে তাহলে তার দ্বারা মানুষের ক্ষতি হতে পারে না। তাই তিনি সকলকে ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন গঠনের আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ যেন গুজব ছড়াতে না পারে সে দিকে সতর্ক দৃষ্টি রাখতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে সকল ধর্মের প্রতিনিধিগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাএ-শিক্ষক ,সুশীল সমাজ, গনমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।