মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত উপজেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারী সোমবার ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ওয়াদুদ হোসেনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হাসান, সহকারি প্রোগ্রামার মোস্তাফিজার রহমান, একাডেমিক সুপার ভাইজার আমিরুল ইসলাম, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান জোয়ারদার, প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আল মুতী মামুন, আমরুল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছানাউল হক, সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শারিরীক শিক্ষক বৃন্দ।
উল্লেখ্য, শীতকালীন প্রতিযোগিতার ৪২টি ইভেন্টে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বত:স্ফুর্ত ভাবে অংশ গ্রহন করে।