মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের শৈলধুকড়ী পশ্চিমপাড়া গ্রামে ফুসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তাওফিক ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রের বিরুদ্ধে। এঘটনায় শিশুকন্যার মা বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
গত ১৫ ডিসেম্বর বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
শিশু কন্যার মা জানান, তার স্বামী ৫ বছর যাবত মালয়েশিয়া আছেন। বাড়িতে তার ১২ বছর বয়সি ও ৭ বছর বয়সি দুই শিশুকন্যাকে নিয়ে একা থাকেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে তার ভাসুর মোকলেছুর রহমান ওরফে রুবেলের ছেলে ৯ম শ্রেণীতে পড়ুয়া তাওফিক ইসলাম (১৬) তার ৭ বছর বয়সি শিশুকন্যাকে একা পেয়ে ফুসলিয়ে খেলনা দেবার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবেশী এক চাচী শ্বাশুড়ীর দেয়া খবর পেয়ে দৌড়ে গেলে সে পালিয়ে যায়। এঘটনায় মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শিশুটি জানায়, সিগারেটের প্যাকেটের খেলনা তাস দেয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে গিয়ে জোরকরে পড়নের প্যান্ট খুলতে ধরে। এসময় চিৎকার করলে মুখ চেপে ধরে।
স্কুলছাত্রের বাবা মোকলেছুর রহমান ওরফে রুবেল জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এসব মিথ্যা অভিযোগ করা হয়েছে।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম জানান, বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।