মিজানুর রহমান মিলন :
বগুড়া এর শাজাহানপুর থানা এলাকার ১০ টি পুলিশিং কার্যালয় পরিদর্শন করেছেন শাজাহানপুর শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।এ সময় তিনি ৯ টি ইউনিয়নের বিট কার্যালয় এবং ১ টি পৌরসভার (আংশিক) বিট কার্যালয় পরিদর্শন করেন। গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন বিট কার্যালয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ নিজে উপস্থিত হয়ে পরিদর্শন করেন। এ সময় অফিসার ইনচার্জ বিট পুলিশিং সমাবেশের মাধ্যমে এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ, নারী নির্যাতন প্রভৃতি অপরাধ দমনের জন্য জনগণকে সচেতন করেন। প্রতিটি বিট এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই রোধে পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।
বিট পুলিশিং এর মাধ্যমে তিনি পুলিশের সেবাকে জনগণের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি প্রতিটি বিটের বিট অফিসারদের নিয়ে এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করার পরামর্শ প্রদান করেন।