মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরের সুনামধন্য বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে ফুলেল শুভেচছা প্রদান করা হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলায় আনুষ্ঠিকভাবে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বর্ষপূতি উপলক্ষে এই ফুলের শুভেচ্ছার উপহার দিয়ে ইউএনও’কে বরণ করেন।
জানা যায়, যোগদানের পর থেকে তাঁর নিরলস সেবা পরায়ন মনোভাব নিয়ে সততা ও অত্যন্ত দক্ষতায় জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ায় তিনি হয়ে উঠেছেন মানবিক প্রশাসনিক কর্মকর্তা।
করোনাকালীন দুর্যোগপূর্ণ অতি-মহামারির সময়ে তিনি নিজের জীবনের চিন্তা না করে জীবন বাজিরেখে করোনাকালীন সময়ে কর্মহীন জনগোষ্ঠীকে সহায়তার ও সচেতন করতে ছুটে গেছেন মানুষের দ্বারে দ্বারে। যে কারনে নিজেই করোনায় আক্রান্ত হয়ে ছিলেন। এছাড়াও উপজেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা ও সরকারি সুবিধা পৌঁছে দিতে ছুটে যান অবহেলিত প্রত্যন্ত অঞ্চলেও। স্থানীয় সমস্যা সমাধানে সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত ছিলো লক্ষণীয়।পাশাপাশি উপজেলা উন্নয়ন ছিল তার সরব উপস্থিতি। মাত্র এক বছরে সততা, নিষ্ঠা ও ন্যায় পরায়নতার সাথে দায়িত্ব পালন করে ঠাঁই করে নিয়েছেন উপজেলার অগণিত মানুষের মণিকোঠায়।
সফলভাবে এক বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।