মিজানুর রহমান মিলন :
বগুড়া শাজাহানপুর থানার ডিসেম্বর-২০২১ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছে এএসআই মোঃ সাদ্দাম হোসেন। এএসআই সাদ্দাম হোসেন একজন চৌকস পুলিশ অফিসার। থানার সকল অফিসারের ডিসেম্বর-২০২১ মাসের গ্রেপ্তারী পরোয়ানা তামিলের হিসেব করে এএসআই সাদ্দাম হোসেন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন। গত ৬ জানুয়ারী বৃহস্পতিবার রাত্রি ০৯.০০ ঘটিকায় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন। এ সময় থানার অন্যান্য অফিসার ও ফোর্সেরা উপস্থিত ছিলেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,যে কোন পুরষ্কার কাজের গতিকে বৃদ্ধি করে। এএসআই সাদ্দাম হোসেন শাজাহানপুর থানার ডিসেম্বর-২১ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছে। এজন্য তাকে থানার সকল অফিসার ও ফোর্সদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।