মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুর থানায় পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদয়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এবার শাজাহানপুর উপজেলায় ৫৪ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন কমিটির সদস্যদের নিয়ে গত ৪ অক্টোবর সোমবার দুপুর ১২.৩০ ঘটিকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ বলেন, শাজাহানপুর থানা পুলিশ শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। উপস্থিত ৫৪টি পূজা মন্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সজাগ আছি আপনারা সজাগ থাকবেন।পূজামণ্ডপ নিয়ে আমরা ইতোমধ্যে সিনিয়র স্যারদের (পুলিশ কর্মকর্তার) সঙ্গে আলোচনা করেছি। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক কর্মীরা নিরাপত্তা টহল জোরদার করতে কাজ করবে।তিনি বলেন, কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে আপনারা অনুষ্ঠানের সময় আলাদাভাবে ভলেন্টিয়ার নিয়োগ দেবেন। তাদের একই রকমের টিশার্ট বা মাথায় ক্যাপ থাকলে ভালো হয়। তিনি স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের জন্য গুরুত্ব প্রদান করেন।সামাজিক দুরুত্ব বজায় রেখে ও মুখে মাস্ক ব্যবহারসহ হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থা করতে অনুরোধ করেন। উক্ত মতবিনিময় সভায় সবাই অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং তারা অফিসার ইনচার্জের মতবিনিময় সভার উদ্যোগ গ্রহণ করায় সন্তুষ্টি প্রকাশ করেন।
উক্ত মতবিনিময় সভায় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন , বাংলাদেশ পূজা উদযাপন কমিটির শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি নিরেন্দ্র মোহন সাহা, সাধারণ সম্পাদক শ্রী তপন কুমার সরকার তাপস, সাংগঠনিক সম্পাদক মানিক চন্দ্র সরকার সহ উপজেলার ৫৪ টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক এবং সংশ্লিষ্ট বিটের বিট অফিসারগণএ সময় উপস্থিত ছিলেন।