ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়: লন্ডনে ‘অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ’র (এসিইউ) কাউন্সিল সভায় অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শুক্রবার (১৭ জুলাই) করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় সভাটি অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৮টা পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় উপাচার্য নির্ধারিত আলোচ্যসূচি ছাড়াও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, গবেষণা, বৃত্তি ও উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২০১৯ সালের জুলাইয়ে তিন বছরের জন্য অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছিলেন।