মিজানুর রহমান মিলন :
বগুড়া শিবগঞ্জে প্রেমের টানে বিয়ে অভিভাবকের হস্তক্ষেপে সংসার করা হলো না নব দম্পত্তির! অতঃপর নবাগত স্বামী স্ত্রীর আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বগুড়ার শিবগঞ্জের মাঝিহট্ট ইউনিয়নের মাসিমপুর চালুঞ্জা ও সৈয়দ দামগাড়া গ্রামে। আত্মহত্যাকারিরা হলেন চালুঞ্জা তালুকদার পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক এর মেয়ে মার্জিয়া জান্নাত (১৮) ও দামগাড়া কারিগড় পাড়া গ্রামের আব্দুল জলিল এর পুত্র সবুজ(২০)। এলাকাবাসী সুত্রে জানা যায়, ২১ মার্চ মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা তালুকদার পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক এর মেয়ে মার্জিয়া জান্নাত (১৮) ও দামগাড়া কারিগড় পাড়া গ্রামের আব্দুল জলিল এর পুত্র সবুজ(২০) প্রেম করে বিয়ে হয়। বিষয়টি মেয়ের পরিবার জানতে পেরে ছেলের আর্থিক অবস্থা ভাল না হওয়ায় মেয়ের পরিবার সেটা মেনে না নিয়ে মেয়েকে তার বাবা বাড়ি নিয়ে যায়। পরে প্রেমিক-প্রেমিকা মুঠো ফোনে কথা বলার সময় বাক বিতন্ডায় জড়িয়ে পরে। পরে প্রেমিকা মার্জিয়া তার নিজ বাড়িতে শয়নঘড়ের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। অপদিকে প্রেমিক সবুজ গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।