মিজানুর রহমান মিলন :
বগুড়া শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের খরকোনা গ্রামে সাংবাদিক লাঞ্ছিত করে ক্যামেরা ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পিরব ভালুখালী গ্রামের আলহাজ্ব লোকমানের চাতালের সামনে পাকা রাস্তার উপর ক্যামেরা ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সাংবাদিক আতাউর রহমান ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্ত বার্তা স্টাফ রিপোর্টার। প্রতিদিনের ন্যায় গত ১৯ মার্চ শনিবার দুপুর আনুমানিক ১টা ৪৫মিনিটে সংবাদ সংগ্রহ করে শিবগঞ্জ থানার পিরব বাজারে আসার উদ্দেশ্যে রওনা হলে খরকোন গ্ৰামের জনৈক রহিম এর বাড়ীর পিছনে পৌঁছা মাত্রই বিবাদী মোঃ দুদু মিয়া (৫২) পিতা মৃত আলা বক্স, সং খরকোনা বুড়িগঞ্জ ইউপি সহ অজ্ঞাতনামা ব্যক্তি গণ আতাউর কে পথ রোধ করে বিভিন্ন ভাবে অপমান অপদস্ত করে।
অতঃপর সাংবাদিক আতাউর রহমান উক্ত স্থান হইতে পিরব বাজার আসার পথে ১৯ তারিখ দুপুর ২ ঘটিকার সময় উক্ত বিবাদী ও অজ্ঞাত নামা ব্যক্তিগণ পুনরায় শিবগঞ্জ থানার ভালুখালী গ্রামে আলহাজ্ব লোকমানের চালালের সামনে পাকা রাস্তার উপর পথ রোধ করে।সাংবাদিক আতাউর কে বিভিন্ন রকমের বিবৃতি প্রদান সহ প্রাণনাশের হুমকি দিয়ে বিবাদীগন আতাউরের সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত ভিডিও ক্যামেরা ও নগদ টাকা আত্মসাতের উদ্দেশে ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
ঘটনার পরপরই শিবগঞ্জ থানা ওসি নিকট যোগাযোগ করে এবং থানায় হাজির হয়ে একটি আভিযোগ দায়ের করেন।