রায়গঞ্জ (সিরাজগঞ্জ )প্রতিনিধি :
বগুড়ার শেরপুরের সীমান্তবর্তী চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় অবস্থিত নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্ৰামীন ব্যাংক চান্দাইকোনা রায়গঞ্জ শাখার উদ্যোগে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮ তম শুভ জন্মদিন উপলক্ষে ব্যাংকটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্র প্রতি ১০ টি করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস,অদম্য আত্মবিশ্বাস “প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৮ অক্টোবর সোমবার সকাল থেকে শাখাটির প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে ১০ টি করে ফলজ, বনজ, ও ঔষধি গাছ রোপন করা হয়। গ্রামীণ ব্যাংক চান্দাইকোনা রায়গঞ্জ শাখার মোট ৬৫ টি কেন্দ্রে ১০ টি করে সর্বোমোট ৬৫০ টি বৃক্ষরোপণ করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে গ্রামীণ ব্যাংক চান্দাইকোনা রায়গঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, সেকেন্ড অফিসার মোঃ জোবাইর ইবনে মাহবুব, অফিসার সঞ্জয় কুমার পাল, মোঃ সফর আলী, মোছাঃ আসমা খাতুন, মোঃ আশিকুর রহমান, সিনিয়র কেন্দ্র ব্যব্স্হাপক (উচ্চতরমান) মোঃ মিজানুর রহমান, মোঃ সাদ্দাম হোসেন, অফিস সহকারী আব্দুল মালেক শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।