নিউজ ডেস্ক
বগুড়ার শেরপুর উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুর্গ নামে পরিচিত দুই ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) শেরপুর উপজেলার নয়টি ইউনিয়নে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ৪নং খানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. পিয়ার উদ্দিন (ঘোড়া প্রতীক), দ্বিতীয় হয়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম রানজু (আনারস প্রতীক)। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিমল দত্ত নৌকা প্রতীক নিয়ে তৃতীয় হয়েছেন।
অন্যদিকে বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মো. জাকির হোসেন (ঘোড়া প্রতীক) নিয়ে আবারো বিজয়ী হয়েছেন। দ্বিতীয় হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুধান্য চন্দ্র। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী সাজা তৃতীয় হয়েছেন।
বিশ্বস্ত সুত্র জানায়, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে খানপুর ও বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভোটব্যাংক বা দুর্গ নামে পরিচিত। বিগত ১৩ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে এই দুই ইউনিয়নে উন্নয়নও হয়েছে বেশী। তারপরও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভরাডুবি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার শেরপুর উপজেলার ৯টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থীরা ৪টি, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৩টি, জামায়াত সমর্থিত প্রার্থী ১টি এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।