বগুড়ার শেরপুর উপজেলার ৯টি ইউনিয়নের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে আইনশৃংখলা ও আচরণ বিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বেলা ৩টার দিকে শেরপুরের উলিপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও রির্টানিং অফিসারবৃন্দের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুব আলম শাহ।
বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম জাকির হোসেন, শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুনসহ প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।
মতবিনিময় সভায় আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার শেরপুর উপজেলায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকালীন সময়ে আইনশৃংখলা রক্ষা ও আচরণ বিধি মেনে চলার জন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের অনুরোধ জানানো হয়।