স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরে একদিনে ৬ হাজার ৫২২জন ১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীকে করোনার ভ্যাকসিন (ফাইজারের টিকা) দেয়া হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) শহরের সরকারি ডিজে মডেল হাইস্কুল কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের এই টিকা দেয়া হয়।
এসময় শেরপুর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, ফোকাল পার্সন আবু হাসানসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডা. আবু হাসান জানান, শেরপুর উপজেলায় ৬টি কেন্দ্রে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে করোনার প্রথম ডোজের টিকা দেয়া হবে।
তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নেয়া জন্মনিবন্ধনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে দেয়া হবে