স্টাফ রিপোর্টার
আজ ২২জুলাই সকাল ১০ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত উপজেলার শেরুয়া বটতলা বাজার, মির্জাপুর বাজার এলাকায় বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ লিয়াকত আলী সেখ। এসময় আইন অমান্য করায় তিনি ৪ জনকে ১৬০০ টাকা জরিমানা করেছেন। তিনি উপস্থিত লোকজনকে মাস্ক পরে ঘরের বাইরে আসার জন্য অনুরোধ জানান।
অপরদিকে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,বগুড়া মহোদয়ের সদয় নির্দেশক্রমে দুপুর ১২ টা থেকে বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন ছোনকা কোরবানীর পশুর হাট ও বেলঘরিয়া পশুর হাট সরেজমিন পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি জনাব জামশেদ আলাম রানা।এসময় তিনি উপস্থিত ক্রেতা বিক্রেতা স্বাস্থ্য বিধি-মেনে কোরবানির পশু কেনা বেচা করছেন কিনা ; তা পর্যবেক্ষণ করেন এবং সমবেত লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান । এছাড়া তিনি ইজারাদারকে নিম্নোক্ত বিষয়গুলো কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশনা দেন।
মাস্ক ছাড়া বয়স্ক ও শিশু এবং অসুস্থ্য ব্যক্তিকে হাটে প্রবেশ করতে দেওয়া যাবে না, সকলকে মাস্ক পরিধান করতে হবে, হাটের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজারসহ হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে, ৭ ফুট দূরে দূরে গরু দাড় করাতে হবে, ক্রেতা-বিক্রেতার মাঝে কমপক্ষে ৩ ফুট দুরত্ব বজায় রাখতে হবে, হাট চলাকালিন সময়ে মাইকে সচেতনতামূলক বিভিন্ন বিষয় অনবরত প্রচার করতে হবে। সরকারের এসকল বিধি-নিষেধ অমান্য করলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।