মিজানুর রহমান মিলন :
ছেলে সন্তানের জন্ম দিয়েই পৃথিবীকে বিদায় জানালেন করোনা আক্রান্ত ২৩ বছর বয়সী সানজিদা। ঘরে নতুন সদস্য আসার আনন্দ এক নিমিষেই বিষাদে পরিণত হয়েছে। পুরো পরিবার ভাসছে স্বজন হারানোর বেদনায়।
রোববার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে। এর আগে এদিন ভোর চারটার দিকে ছেলে সন্তানের জন্ম দেন সানজিদা। শনিবার দিবাগত রাত ২ টার দিকে সানজিদাকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
সানজিদা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রামের বাসিন্দা ছিলেন। তার স্বামীর নাম রিমন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, অন্তঃসত্ত্বা ঐ নারী করোনা আক্রান্ত ছিলেন। এছাড়া তিনি এক্লাম্পসিয়ায় (গর্ভবতী নারীরদের খিঁচুনি) আক্রান্তও ছিলেন। অচেতন অবস্থায় শনিবার রাত ২টার দিকে হাসপাতালে তাকে ভর্তি করান স্বজনরা। সন্তান জন্ম দেওয়ার পর রোববার সকালে পৌনে ৯ টার দিকে মারা যান সানজিদা। তবে তার সন্তান সুস্থ আছে। সানজিদার মৃতদেহ নিয়ে স্বজনরা হাসপাতাল ছেড়ে চলে গেছেন। তিনি আরও জানান, সানজিদাকে হাসপাতালে ভর্তি করানোর পর করোনা ইউনিটেই তাকে চিকিৎসা দেওয়া হয়।তার নরমাল ডেলিভারি হয়েছিল।