উজিরপুর প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর উপজেলার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন বালাীর
মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাবের সভা কক্ষে শোক সভা ও দোয়া মোনাজাত উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উজিরপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, ও উজিরপুর উপজেলা মডেল থানা ইনচার্জ মোঃ আলী আর্শাদ,উজিরপুর বাজার কমিটির সভাপতি শামসুল হক সিকদার, উজিরপুর উপজেলার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, গৌরনদী প্রেসক্লাবে সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুল ইসলাম মনির, বর্তমান সভাপতি খোকন আহমেদ হিরা, বিশ্বজিৎ সরকার বিপ্লব, আগৈলঝড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম মাসুম হোসেন,উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সিনিয়র সদস্য সৈয়দ নাজমুল ইসলাম, মরহুম নাসির বালির বড় ভাই গিয়াস উদ্দিন বালি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।