November 29, 2021, 1:40 am

স্বাস্থ্যে দুর্নীতির দায় শুধু সরকারের নয়, সবার: নতুন ডিজি

সংবাদদাতার নাম:
  • প্রকাশিত: শনিবার, জুলাই ২৫, ২০২০
  • 51 দেখা হয়েছে:

 স্টাফ করেসপন্ডেন্ট

মহামারি করোনা পরিস্থিতিতে সারা দেশে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতির জন্য শুধু সরকারকে দায়ী না করে সবাইকে ব্যক্তিগতভাবে সৎ হতে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

ডিজি হিসেবে দায়িত্ব নেয়ার আগে শনিবার (২৫ জুলাই) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ডা. খুরশীদ আলম বলেন, ‘আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়।’

স্বাস্থ্যের এই নতুন ডিজি আরও বলেন, ‘দুর্নীতির কথা যদি বলেন, আমি বলবো দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।’

চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাতের বর্তমান সংকটকালে নতুন মহাপরিচালক হিসেবে কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে ডা. খুরশীদ আলম বলেন, ‘সামনে অবশ্যই বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্যে এখন যে অবস্থা এই প্যানডেমিকের ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো ফেইস করছি সেগুলো দূর করার চেষ্টা করবো।’

‘প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন তা যেন ‘সম্মান ও ইজ্জত নিয়ে’ শেষ করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই’- যোগ করেন স্বাস্থ্যের নতুন ডিজি।

বর্তমান করোনা মহামারিতে সাংবাদিকদের ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিযে দেবেন। পাশাপাশি আমি বলবো, আমরা যদি কোনও ভালো কাজ করি তাহলে সেটাও তুলবেন।’

করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য খ্যাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে দেশের করোনা পরিস্থিতিতে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন ডা. আজাদ।

এরপরই গত বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। © All rights reserved © 2020 ABCBanglaNews24
Theme By bogranewslive
themesba-lates1749691102